বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৬ষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা ১ম পত্রের ‘আকাশ’ প্রবন্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।
১. আকাশ প্রবন্ধটি কার লেখা?
ক. হুমায়ূন আহমেদ খ. হুমায়ূন আজাদ
গ. আব্দুল্লাহ আল মুতী ঘ. মুহাম্মদ আব্দুল হাই
সঠিক উত্তর: গ. আব্দুল্লাহ আল মুতী।
২. আব্দুল্লাহ আল মুতী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৩ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯১৭ সালে ঘ. ১৯৩০ সালে
সঠিক উত্তর: ঘ. ১৯৩০ সালে।
৩. আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?
ক. আকাশ সম্বন্ধে জানা
খ. প্রকৃতি সম্পর্কে জানা
গ. বিজ্ঞান চেতনার সৃষ্টি
ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি
সঠিক উত্তর: গ. বিজ্ঞান চেতনার সৃষ্টি।
৪. রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?
ক. নীল খ. সাদা গ. কালো ঘ. লাল
সঠিক উত্তর: গ. কালো।
৫. সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন?
ক. দিনের বেলায় খ. দুপুরবেলায়
গ. বিকেলবেলায় ঘ. গোধূলি লগ্নে
সঠিক উত্তর: ক. দিনের বেলায়।
৬. কখন রঙের বন্যা নামে?
ক. ভোরে বা সকালে খ. সকালে বা দুপুর
গ. দুপুরে বা বিকেলে ঘ. ভোরে বা সন্ধ্যায়
সঠিক উত্তর: ঘ. ভোরে বা সন্ধ্যায়।
৭. আগেরকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?
ক. নিরক্ষরতার কারণে